কমরেড মাহমুদুল হাসান মানিক বলেন, দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সমাজে ধনী গরীবের বৈষম্য বেড়েই চলেছে। দেশের গুটি কয়েক লোকের হাতে সম্পদ জড়ো হচ্ছে। কিন্তু গরীব মানুষ এই উন্নয়নের সুফল পাচ্ছে না। কৃষক তার ফসলের ন্যয্য মূল্য না পাওয়ায় সর্বশান্ত হচ্ছে। ঘুষ দুর্নীতিতে গোটা দেশ ছেয়ে গেছে। দেশের এই সংকটের হাত থেকে মেহনতী মানুষকে রক্ষা করতে আজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।
বুধবার ওয়ার্কার্স পার্টির বোচাগঞ্জ উপজেলা শাখার সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।
বুধবার সকালে বোচাগঞ্জ শহীদ মিনার চত্বরে ওয়ার্কার্স পার্টির বোচাগঞ্জ উপজেলা শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে সকলে দাঁড়িয়ে একসাথে জাতীয় সংগীত গান। এরপর প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
এরপর কমরেড আবদুল জব্বার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বোচাগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিকসহ বিপুল সংখ্যক মেহনতী মানুষ অংশগ্রহণ করেন। র্যালীতে অংশগ্রহণকারীরা জাতীয় ও লাল পতাকা হাতে “দুনিয়ার মজদুর, এক হও এক হও” “কেউ খাবে কেউ খাবেনা, তা হবেনা তা হবেনা” “খাস জমি ভুমিহীনদের, দিতে হবে দিতে হবে” শ্লোগান দিতে থাকেন।
সম্মেলন শেষে ওয়ার্কার্স পার্টির বোচাগঞ্জ উপজেলা শাখার কমরেড শহিদুল ইসলাম হীরাকে সভাপতি ও কমরেড আবদুল জব্বারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বোচাগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়।
সম্মেলনে কমরেড শাহানুর সেলিম বাবু সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুরের সভাপতি কমরেড আবদুল হক, সাধারন সম্পাদক কমরেড হবিবর রহমান, কমরেড রশিদুল ইসলাম, কমরেড আবদুল জব্বার, কমরেড বিমল আগরওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন পরিচালনা করেন কমরেড শহিদুল ইসলাম হীরা।