দুর্গাপুরে এক সনামধন্য এবং ধনাঢ্য পরিবারের সহোদর ভাই-বোনের মাঝে অনাকাংখিত দ্বন্ধ কাটেনি এখনো। পৃথকভাবে বাবার ৭ম মৃত্যুবার্ষিকী পালন করাটাই এর প্রমান। ২৫ সেপ্টেম্বর বুধবার ভাই শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল তাঁর বাবার মৃত্যু বার্ষিকী পালনের জন্য সাবেক অনামিকা সিনেমা হলরুমে আয়োজন করে,সেখানে মরহুম জালাল তালুকদারের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়,কবর জিয়ারত শেষে জালাল তালুকদার হত্যার খুনীদের বিচার দাবীকরে শহরে মিছিল করা হয়,শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অপরদিকে একই দিনে বোন জান্নাতুল ফেরদৌস ঝুমা তালকাদার বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তাঁর নিজস্ব বাসভবন চত্বরে বাবা জালাল তালুকদারের মৃত্যু বার্ষিকী পালন করেন পাশাপাশি স্থানীয় মসজিদ গুলোতে মিলাদ মাহফিলের আয়োজন করেণ। তাঁরা উভয়েই এই আসনের তিনবারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদারের পুত্র-কন্যা। বাবার মৃত্যুর পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদার গত ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর তাঁর নিজ সয়নকক্ষে ভোলেটের আঘাতে নিহত হয়েছিলেন।