১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বরিশালের বানারীপাড়ায় প্রথম পাকহানাদার বাহিনীকে নিয়ে এসে হরিসভা মন্দিরে সভা করে পিস কমিটি গঠণ করেন সৈয়দ শহীদুল হক জামাল। রণাঙ্গন কাঁপানো মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শহীদুল হক জামালের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন। তিনি (শহীদুল হক জামাল) বিগত বিএনপি ও জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে বানারীপাড়া-স্বরূপকাঠী আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ছিলেন।
বুধবার বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় এ দাবি করা হয়। মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক ও মুক্তিযুদ্ধকালীন বানারীপাড়া থানা ফিল্ড কমান্ডার কাজী হায়দার আলী।
মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন-১৯৭১ সালে সৈয়দ শহীদুল হক জামাল সর্বপ্রথম বানারীপাড়ায় পাকহানাদার বাহিনীকে নিয়ে আসে। ওইসময় সে বন্দর বাজারের হরিসভা মন্দিরে বসে তার বোনজামাতা আলী মিয়াকে সভাপতি ও আবদুর রবকে সম্পাদক করে উপজেলা পিস কমিটি গঠণ করেন। বক্তারা আরও বলেন, ঢাকার বাসায় স্ত্রী ও সন্তানদের রেখে যুদ্ধের পুরো নয় মাস শহীদুল হক জামাল বরিশালে অবস্থান করে পাকবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। ফলে পাক সেনারা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় বানারীপাড়ার গাভা নরেকাঠি ও তালাপ্রসাদ এলাকায় গণহত্যা, বন্দর বাজারে অগ্নিসংযোগ, স্বরূপকাঠির সংখ্যালঘু অধ্যুষিত আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়াবাগান কেটে ফেলা, লুটপাট, ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এসব কারণে মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধের বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্তপূর্বক সৈয়দ শহীদুল হক জামালসহ অন্যান্য রাজাকারদের বিচারের দাবি করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আইনুল হক, জগন্নাথ, শাহ আলম, সুলতান হোসেন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মাষ্টার আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা লতিফ সরদার, আবদুল জলিল, ইসমাইল হোসেন প্রমুখ।