নালিতাবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন বাছির আহমেদ বাদল। মঙ্গলবার রাত ৮টায় থানায় সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময় করেন তিনি।
গত ২২ সপ্টেম্বের রোববার তনিি নালতিাবাড়ী থানার ওসি হসিবেে দায়ত্বিভার গ্রহণ করনে। নবাগত ওসি বাছরি আহমদে বাদল ২০০৫ সালে উপ-পরর্দিশক হসিবেে পুলশিে যোগদান করনে। তনিি শরেপুররে শ্রীবরদী থানা, গোপালগঞ্জরে কাশয়িানী থানা এবং সবশষে শরেপুর সদর থানায় সিআইডিতে কর্মরত ছলিনে। ওসি বাছরি আহমদে বাদলরে গ্রামরে বাড়ি টাংগাইলরে সখপিুর।ে তার পতিা আব্দুল কাশমে অব. বদ্যিালয় শক্ষিক। ওসি বাদল এক ময়েে এক ছলেরে জনক। তনিি একটি বসেরকারি বশ্বিবদ্যিালয় থকেে ববিএি করছেনে। এদকি,ে মঙ্গলবার রাতে স্থানীয় সাংবাদকিদরে সাথে নবাগত ওসি মতবনিমিয় করনে। এসময় প্রিন্ট, ইলকেট্রনকি এবং অনলাইন মডিয়িার সাংবাদকিরা উপস্থতি ছলিনে। এরমধ্যে প্রেসক্লাব, নালিতাবাড়ীর সাংবাদিক, সভাপতি এমএ হাকাম হীরা, সম্পাদক বিপ্লব দে কেটু, মান্নান সোহেল, আঃ মোমেন, সানি, মনির, মঞ্জু, রাকিব, সুরুজ্জামান, মাহফুজুর রহমান সোহাগ। এছাড়াও সামেদুল ইসলাম তালুকদার, মনিরসহ আরো অনেকে। নবাগত ওসি বাছরি আহমদে বাদল বলনে, আমার প্রথম লক্ষ্য হলো মাদকরে বরিুদ্ধে কাজ করা৷ মাদক নয়িে কোন ছাড় দওেয়া হবে না। এছাড়া বাল্য বয়ি,ে জুয়াসহ বভিন্নি অপরাধ নয়িওে আমার কাজ অব্যহত থাকব।ে আমি সব সময় আমার বাহনিীর সুনাম ধরে রাখার চস্টো করবো।