গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান এলাকার জনগণ মালিকবিহীন একটি গরু জবাই করে খাওয়ার ঘটনায় বেকায়দায় পরেছেন মেম্বার মোশারফ হোসেন।
স্থাণীয় একাধিক সুত্র জানায়, গত কয়েক মাস আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় একটি বাছুর গরু স্থানীয় কৃষক আবু তালেবের বাড়িতে আসে। গরুটি কেউ নিতে না আসলে আবু তালেব গরু পাওয়ার বিষয়ে স্থাণীয় কয়েকটি গ্রামে মাইকিং করেন। এতেও গরুর কোন মালিক পাওয়া না যাওয়ায় আবু তালেব কয়েক জন গ্রামবাসী সহ স্থাণীয় ইউপি মেম্বারের নিকট এসে গরুটি নিয়ে কি করা যায় তার সমাধান জানতে চায়। মেম্বার ওই গরুটি আরো কিছুদিন লালন পালন করতে বলেন। যদি গরুর প্রকৃত মালিক পাওয়া যায়,তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু গত কয়েক মাসেও গরুর প্রকৃত মালিক খুজে না পেয়ে স্থালীয়রা গরুটি জবাই করে নিজেরা ভাগাভাগি করে খেতে চায়। বিষয়টি জানতে পেরে মোশারফ মেম্বার গ্রামবাসিদের বলেন গরু খেতে চাইলে ১৫ হাজার টাকা দাম ধরে মাঝুখান এতিম খানায় টাকাটা দান করতে হবে। পরে শর্তানুযায়ী স্থাণীয় গ্রামবাসী গরুটি জবাই করে ভাগাভাগি করে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে মোশারফ মেম্বার বলেন, মালিক বিহীন গরু এল আবু তালেবের বাড়িতে। সে কয়েক মাস অপেক্ষা করে ও মাইকিং করেও প্রকৃত মালিক খুজে না পাওয়ায় গ্রামবাসীরা গরুটি জবাই করে খেয়েছে। আমি এক সুযোগে এতিমখানায় ১৫হাজার টাকা জমার ব্যবস্থা করেছি। এতে আমার কি দোষ ?
এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আমাকে জড়িয়ে বিভ্রান্তীকর তথ্য প্রচার করায় কঠিন বেকায়দায় পরেছি।
এ বিষয়ে জানতে চাইলে আবু তালেব জানান,আমার বাড়িতে গরুটি এসেছিল আমি প্রায় দেড়মাস লালন-পালন করেছি,মালিক খুজেছি, মাইকিং করেছি, অবশেষে গ্রামের লোক গরুটি খেলে ফেলেছে। আমি মাংস খাইনি এবং কি লালন পালনের কোন খরচ না নিয়ে তা এতিমখানায় দান করতে বলেছি।