পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামাকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই ইউপির সদস্যরা তাকে অনাস্থা প্রদান করেছেন। এ অনাস্থা প্রদান করে গত মঙ্গলবার ওই ইউপির ১২ সদস্যে স্বাক্ষরিত একটি আবেদন স্থানীয় সরকার সচীব, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ প্রদান করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র চেয়ারম্যান নির্বাচিত হয়ে ওই ইউনিয়নের এলজিএসপি সহ বিভিন্ন উন্নয়নের কাজ করে টাকা আত্মসত করেছেন। টিআর, কাবিখার টাকার ৩০ ভাগ টাকা কাজের আগেইে হাতিয়ে নেয়া সহ বিধবা ও বয়স্কভাতা সহ গরীবদের জন্য বিভিন্ন সরকারী অনুদানের অর্থ আত্মসতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয় জানতে চাইলে তাকে একাধিক বার তার ব্যবহৃত মুঠো ফোনে ফোন দিলে তিনি তা রিসিভ করেন নি।