নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর এলাকায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) জোর পূর্বক ধর্ষণ করা হয়েছে।
গত মঙ্গলবার বিকালে নেওয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকান ঘরের ভিতরে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে তিন জনকে আসামি করে মঙ্গলবার রাতে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে দুই যুবক ও এক কিশোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বুধবার দুপুরে কারাগারে প্রেরণ করে।
শিক্ষার্থী ও তার মা জানান, বিদ্যালয় আসা যাওয়ার পথে নেওয়াজপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ সিরাজ (১৮) ও রুহুল আমিনের বখাটে ছেলে বোরহান উদ্দিন তাকে উত্ত্যক্ত করত। মঙ্গলবার বিদ্যালয়ে বিরতির সময় সে স্কুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বোরহান উদ্দিন তাকে ডেকে নিয়ে দোকানের ভিতর ঢোকায়। এ সময় সিরাজ ছাত্রীটিকে ঝাপটে ধরে দোকানের পিছনে থাকা খাটের ওপর শুয়ে ধর্ষণ করে। ওই সময় বোরহান উ্দ্দিন ও মেহেদী হাসান (১৪) দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। মেয়েটি বাড়ি গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে তার মা সন্ধ্যায় সুধারাম মডেল থানায় ঘটনাটি অবহিত করেন। তিনি এ ঘটনায় সিরাজ (১৮), বোরহান উদ্দীন (২০) ও মেহেদী হাসান (১৪) কে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মঙ্গলবার রাতেই ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতার ৩ জনকে মঙ্গলবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মোঃ আবদুর রহিম ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সিরাজ ধর্ষণের কথা স্বীকার করেছে।
বুধবার সকালে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা শেষে জেলা জজ আদালতে প্রেরণ করা হয়। জেলা জজ আদালতের ১ নং আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনীতা গুহ এর আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ আবদুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতার ৩ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।