বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট জেলা শ্রমিক দলের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ের মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অপরদিকে বাগেরহাট শ্রমিক দলের অপর অংশটি সকালে আদালা ভাবে খানজাহান আলী মাজার মোড়ে জেলা শ্রমিক দল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, কৃষক দলের জেলা সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল, জেলা শ্রমিক দলের সহসভাপতি আশরাফুজ্জামান বাবু, তাপস কুমার রায়, শ্রমিক দলের ফকিরহাট উপজেলা সভাপতি হুমায়ুন করিব, কচুয়া উপজেলা সভাপতি জিল্লুর রহমান, শ্রমিকদল নেতা শাহিন খান, আবু হোসেন শাহিন, আসাদ মলঙ্গী, বুলবুল প্রমুখ।
পৃথক ভাবে খানজাহান আলী মাজার মোড়ে জেলা শ্রমিক দলের মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শ্রমিক নেতা ইসলাম শেখ, শেখ মো. বাসারাত হোসেন, কামরুজ্জামান শিমুল, এশারাত শেখ প্রমুখ।
মানবন্ধন দুটিতে বক্তারা বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক সংকট চলছে। এ সংকট কাটাতে যেভাবে হোক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দলের নেত্রী আমাদের মাকে মুক্ত করতে প্রয়োজনে জীবন দিয়ে দিব। কোন বাঁধা আমরা মানব না। বেগম জিয়াকে মুক্ত করে আনবই।