মেট্রোপলিটন এলাকার সকল সড়কে ব্যাটারি চালিত রিকসা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র নগরীর গুরুত্বপূর্ণ ও যানজটবহুল এলাকায় এ যানবাহনগুলো নিষিদ্ধ করা হয়েছে। আর নাগরিকদের ভোগান্তি লাঘবে সময়ের সাথে সাথে বেশ কয়েকটি ধাপে মেট্রোপলিটন এলাকার সকল সড়কে ব্যাটারি চালিত রিকসা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগ।
বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমধাপে আগামি ১ অক্টোবর থেকে নগরীর জিলা স্কুল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত, কাকলীর মোড় থেকে সিটি কর্পোরেশনের মোড় হয়ে সেটেলমেন্ট অফিস মোড় পর্যন্ত, ডাচবাংলা ব্যাংকের মোড় থেকে গীর্জামহল্লা হয়ে ফলপট্টির মোড়, ভাটারখাল ক্রসিং থেকে ডিসি অফিস গেট, সিটি কর্পোরেশনের মোড় ও ফলপট্টির মোড় হয়ে চকেরপুল পর্যন্ত উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ইতোমধ্যে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরীতে মাইকিং ও প্রচার-প্রচারণা শুরু করা হয়েছে।
সার্বিক বিষয়ে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোঃ খায়রুল আলম জনকণ্ঠকে বলেন, মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহের যানজট নিরসন এবং সর্বসাধারনের চলাচল নির্বিঘœ ও নিরাপদ সড়ক গঠণের লক্ষ্যে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ব্যাটারিচালিত রিকসা ও হলুদ ইজিবাই চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রথমধাপে নগরীর প্রাণকেন্দ্র ঘিরে বেশ কয়েকটি সড়কে আগামি ১ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোপলিটন এলাকার সড়কে এ যানবাহনগুলো চলাচল নিষিদ্ধ করা হবে। জনগনের ভোগান্তি লাঘবে পর্যায়ক্রমে বন্ধের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।