ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোকাম্মেল লস্কার (৬২) নামে এক নার্সারী ব্যবসায়ী নিহত হয়েছে। সে কালীগঞ্জ পৌরসভাধীন পাইকপাড়া গ্রামের মৃত মতিয়ার লস্কারের ছেলে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মোকাম্মেল একজন নার্সারী ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সে কালীগঞ্জ শহর থেকে বাইসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিল। নলডাঙ্গা সড়কের পাইকপাড়া কড়াইতলা নামক স্থানে পৌছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্বক জখম হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে যশোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।