মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মার পানিতে পড়ে মো. দেলোয়ার হোসেন (৪০) নামে পদ্মা সেতু প্রকল্পের এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।বুধবার সকালে এক লঞ্চ থেকে অন্য লঞ্চে যাওয়ার জন্য লাফ দিলে এ দুর্ঘটনা ঘটে। মৃত দেলোয়ার লৌহজং উপজেলার মেদেনিমন্ডল গ্রামের মোবারক হোসেনের ছেলে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন,হতভাগ্য দেলোয়ার পদ্মা সেতু প্রকল্পের চায়না মেজর ব্রিজ কোম্পানির তালিকাভুক্ত শ্রমিক। বুধবার সকাল ৯টার দিকে শিমুলিয়া ঘাটে এক লঞ্চ থেকে অন্য লঞ্চে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন দেলোয়ার।
খবর পেয়ে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদ্মায় উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাট এলাকার পদ্মা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।