নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেন হৃদয় (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে ওই উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের ৩ ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইগান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন হৃদয় সদর উপজেলার উত্তর সোনাপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ওসি ডিবি) কামরুজ্জামান শিকদার জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।