দিনাজপুরের চিরিরবন্দরে গোবিন্দ চন্দ্র রায়কে আহ্বায়ক ও নিখিল রঞ্জন রায়কে সদস্য সচিব করে উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানীর হাতে ফুলের তোড়া দিয়ে এ আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশ করে।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও চিরিরবন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায় জানান, গত ১৮ সেপ্টেম্বর সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক তাপস কুমার বর্মন ও উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস যুগ্ন আহবায়ক, সদস্যগণ হলেন তেতুঁলিয়া ইউপি চেয়ারম্যান সূনীল কুমার সাহা, নীল কমল রায়, উত্তম কুমার মোহন্ত, প্রদীপ কুমার রায়, মৃত্যুঞ্জয় সরকার, চিত্তরঞ্জন সরকার, দুলাল চন্দ্র রায়, পবিত্র চন্দ্র রায়, জয়ন্ত চন্দ্র রায়, দীপক কুমার রায়, ভরত চন্দ্র রায়, ননী গোপাল রায়, ডাঃ ডালিম কুমার রায়, আলোকডিহি জেবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, সাগর রায়, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায় ও পবিত্র দাস।