দিনাজপুরে জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কমিটির ভবিষ্যৎ কর্মকা- নিয়ে আলোচনা করা হয়। যেসব উপজেলা ও পৌরসভায় পূর্নাঙ্গ কমিটি হয়নি, তাদের এক মাসের মধ্যে কাউন্সিলরের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি করার আহবান জানানো হয়। এ ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দলের কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষকদলের সভাপতি আলহাজ¦ আফতাবউদ্দিন মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শামসুজ্জামান চৌধুরী, মোখলেসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী আকবর বেপারী, কোতোয়ালি কৃষকদলের আহ্বায়ক আমিরুল ইসলাম ডালটন, পৌর কৃষকদলের সহ-সভাপতি এসএম খালেদ, কোতোয়ালি কৃষকদলের আবদুল খালেক খানসামা কৃষকদলের শরিফুর রহমান, বোচাগঞ্জ কৃষকদলের লুৎফর রহমান প্রমুখ।
এসময় সভায় জেলা কৃষকদলের রেজাউল করিম বাবু, বেলাল হোসেন, দীপু চৌধুরী, এস এস লিটন, রফিকুল ইসলাম বাবু, মোঃ সাদেক, মোঃ সাইদুর রহমান, আনারুল ইসলামসহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।