কৃষি ব্যাংকের জেলার বাকেরগঞ্জ শাখার সেকেন্ড কর্মকর্তা মনিরুজ্জামান সোহাগকে লাঞ্ছিত ও সন্ত্রাসী হুমকি দেয়ার ঘটনায় ব্যাংকের সিসি ক্যামেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে সর্বত্র ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একই ব্যাংকের সুখী নীলগঞ্জ শাখার ব্যবস্থাপক ইমাম হোসেনের নেতৃত্বে ব্যাংক চলাকালীন সময় তরুন ও ইন্দ্রজিত নামের স্থানীয় দুই সন্ত্রাসী ব্যাংকে প্রবেশ করে একটি কক্ষ থেকে আরেকটি কক্ষে মনিরুজ্জামান সোহাগকে খোঁজাখুঁজি করতে থাকে। ওই দুই সন্ত্রাসী ইমাম হোসেনের সাথে ব্যাংকের বিশ্রাম কক্ষে প্রবেশ করে দীর্ঘক্ষণ অবস্থান করে। এরপর দুই সন্ত্রাসী বিশ্রাম কক্ষ থেকে ব্যবস্থাপকের কক্ষে গিয়ে বাগ্বিতন্ডা করে বীরদর্পে ব্যাংক ত্যাগ করে। ঘটনার দীর্ঘ নয় মাস পর ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি গত দু’দিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। মুহুর্তের মধ্যে ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, এ বিষয়টি নিয়ে ব্যাংকের ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। যা তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার হবে বলেও সূত্রটি দাবি করছেন।