বিগত দশ বছরে বরিশাল গণপূর্ত অধিদপ্তর থেকে কয়েকশ’ কোটি টাকার কাজ বাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জিকে শামীমের প্রতিনিধি মিজানুর রহমান খানের বিরুদ্ধে। বরিশালে বিভিন্ন সময় দায়িত্বরত নির্বাহী প্রকৌশলীদের জিকে শামীমকে ফোনে ধরিয়ে দিয়ে কিংবা প্রধান নির্বাহী প্রকৌশলীকে ঘুষ দিয়ে ম্যানেজ করে বড় বড় কাজ বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, বিএনপি পন্থী এক প্রভাবশালী নেতার খান বিল্ডার্সের লাইসেন্সের সাথে জিকে বিল্ডার্সের জেভি করে এবং শুধু খান বিল্ডার্সের নামে ৫০০ কোটি টাকার উপরে কাজ বাগিয়ে নিয়েছেন জিকে শামীমের প্রতিনিধি বরিশাল সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান খান। তিনি কাজ পেতে একেক সময় অর্থের বিনিময়ে আওয়ামী লীগ, যুবলীগ কিংবা ছাত্রলীগের প্রভাবশালী নেতাদের ব্যবহার করেছেন। এমনকি প্রধান নির্বাহীর রুমে ক্যাডার নিয়ে প্রবেশ করে সাধারণ ঠিকাদারের উপর হামলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্রে আরও জানা গেছে, মিজানুর রহমান বিএনপির কেন্দ্রীয় এক প্রভাবশালী নেতার প্রধান ডোনার হিসেবেও বরিশালে পরিচিত। বিএনপির শাসন আমলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রমতে, জি.কে বিল্ডার্স, খান বিল্ডার্স ও মের্সাস পলি ইঞ্জিনিয়ারিংয়ে জেভি করে শুধু বরিশাল নয় পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠী ও পিরোজপুরের প্রায় ৯০% কাজ বাগিয়ে নিয়েছেন মিজানুর রহমান ও সুমন নামের আরেক ঠিকাদার। অভিযোগ রয়েছে পলি ইঞ্জিনিয়ারিংয়ের সকল অফিসিয়াল কাজ সম্পাদন করেন সুমন নামের ওই ব্যাক্তি। পলি ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী আকবর হোসেন জামায়াতের মহানগর আমীর মোয়াজ্জেম হোসেন হেলালের বেয়াই।
সাধারণ ঠিকাদাররা জানান, পিপিআর অনুযায়ী সর্বনিন্ম তিন কোটি টাকার কাজ এলটিএম করার কথা থাকলেও অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজগে সিন্ডিকেট করে ওটিএম পদ্ধতির মাধ্যমে তাদের নিজস্ব দুটি লাইসেন্সের মাধ্যমে বরিশাল বিভাগের সকল বড় কাজ বাগিয়ে নিয়ে পরবর্তীতে তারা সেগুলো ২০% কমিশনে বিক্রি করে দিয়েছে। ফলে তাদের প্রায় সবগুলো কাজেই নিন্মমানের অভিযোগ রয়েছে। তাদের বাগিয়ে নেয়া কাজগুলোর মধ্যে অন্যতম হলো-বরিশাল জেলা দায়রা জজ আদালত, আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেরিন একাডেমি ভবন, নতুন কয়েকটি ভূমি অফিস, আর.আর.এফ, পুলিশ কমিশনারের কার্যালয়।
একাধিক সাধারণ ঠিকাদাররা বলেন, জি.কে বিল্ডার্স, খান বিল্ডার্স, মের্সাস পলি ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর খোঁজ নিলেই জানা যাবে গত দশ বছরে গণপূর্ত বিভাগ থেকে সিন্ডিকেটের মাধ্যমে তারা কত কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন। ঠিকাদাররা আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উল্লিখিত ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুসন্ধান করলেই ভয়াভহ দুর্নীতির চিত্র বেড়িয়ে আসবে।