পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের বড় আমতালা গ্রামের তৈয়ব আলী ফকিরের পুত্র মোঃ হাদিউস ফকির(৩০) ও উপজেলার কুমারখালী গ্রামের হোসেন আলী হাওলাদারের পুত্র মোঃ মনির হাওলাদার(৩৩) কে ভ্রাম্যমান আদালতে কারাদ- প্রদান করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহমিদ হোসেনের ভ্রাম্যমান আদালত ওই ২ জনকে ১ মাসের কারাদ- প্রদান করেন। থানা পুলিশে কর্মকর্তা ইনচার্জ মো. মুনিরুল ইসলাম(মুনির) জানান, ওই দিন রাত ৮টার দিকে উপজেলার সহকারী কমিশনার (এসিল্যন্ড) মো. ফাহমিদ হোসেন সহ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/১০ জুয়ারী দৌড়ে পালিয়ে যায়। এ সময় ওই দুই জুয়ারীকে কিছু টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ আটক করা হয়।