নেছারাবাদ উপজেলা প্রকৌশলী মির আলী শাকির এর তথ্য অনুযাই গত জুন মাস থেকে ১৮ই সেপ্টমবার পর্যন্ত দক্ষিণ ব্যাসকাঠি, গণক পাড়া, সঙ্গীত কাঠি, পশ্চিম চামী ও শহীদ স্মৃতি এ ৫টি মাধ্যমিক বিদ্যালয় সাড়ে তিন মাসে ৫৭ লাখ ২১ হাজার টাকার অবকাঠামো উন্নয়ানের কাজ হয়েছে। আরও প্রায় ৩ কোটি ৪৩ লাখ টাকা বিদ্যালয়ের ভবন সংস্কার অনুমোদনের আপেক্ষা। উপজেলা পূজা পরিশোধের সভাপতি শর্শঙ্ক রঞ্জন সমদ্দার মতবিনিময় সভায় বলনে, তিনটি মন্দিরে ৩০ লাখ টাকা অনুধান এছাড়াও আরও ৫০টি মন্দিরে ৫০ লাখ টাকা ও ফেরি ঘাট সংলগ্ন পৌর এলাকায় ২০ কোটি ব্যয়ে একটি মসজিদ হতে যাছে। মিয়ারহাট বৈঠাকাটা সড়ক ভায়া ্একতা বাজার রাস্তার তারাবুনিয়া খালে ৯ কোটি ৭৩ লাখ টাকার ব্রীজ নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলিত মাসে সম্পন্ন হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড শ ম রেজাউল করিম এমপি সংবাদিকদের এক ম্বাক্ষাতকারে বলেন, ৬ মাস মন্ত্রীত্বে কালভার্ট, ব্রীজ, পাকা রাস্তা, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, ফেরী চালুসহ অনেক মেগা প্রকল্পের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। স্বরুপকাঠি থেকে ঝালকাঠির বর্ডার পর্যন্ত ব্রীজ, কালভার্টসহ ২টি প্রকল্পের ৭৬ কোটি টাকার কাজ চলছে। পিরোজপুর জেলার নেছারাবাদে প্রশাসনিক ভবন উদ্বোধন হয়েগেছে, ১টি মাত্র ডাক বাংলা সেটাও স্বরুপকাঠিতে(নেছারাবাদ) স্থাপনর চিন্তা চলছে। পিরোজপুর জেলাকে বাংলাদেশের একটি মডেল জেলা রুপে পরিণত করবো। তবে অ-উন্নত জনপথ স্বরুপকাঠিতে জন সংখ্যাও বেশী সে কারণে পিরোজপুর-১ আসনে ৩ উপজেলার মধ্যে স্বরুপকাঠিকে অগ্রাধিকার ীভত্তিত্বে প্রকল্প বেশী দিয়েছি। অবকাঠামো উন্নায়ণে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রোজেষ্টে ১ হাজার ৫শত হাজার কোটি টাকা ব্রীজ কালভার্ট খাতে অপর ২ হাজার কোটি টাকা ভাগ-ভাগি হচ্ছে এতে ও অর্ধেকের বেশী রয়েছে স্বরপকাঠিতে। তিনি আরও বলেন বঙ্গপোসগরের শাখা সন্ধ্যা নদীর উপর ব্রীজটি হাজার হাজার কোটি টাকার বাস্তবায়নে একনেকের আওতায় এ প্রকল্প বাস্তবায়নাধিন চলছে। নাজিরপুরের তার ভাসবনে স্বরুপকাঠি প্রেসক্লাবেব কর্মকর্তদের সাথে মতবিনিময় ও আলচনা সভা এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় প্রেসক্লাবেব সাবেক সভাপতি গোলাম মোস্তফাসহ উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি শিশির কর্মকার বাবু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহীন, সাবেক সম্পাদক এ,কে আজাদ সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দগণ।