২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রেসক্লাব রাজারহাটের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ (৫২) হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পাঙ্গা রানী লক্ষ্মীপ্রিয়া স্কুল এ- কলেজের ভবনের ঠিকাদারী নিয়ে দ্বন্ধের কাজ নিয়ে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়। রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা করার জন্য থানায় ডাকা হয়েছে।