“মনের মত স্কুল পেলে,শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা পর্যায়ে মীনা দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী,চিত্রাঙ্গন প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মৃন্ময় মন্ডল,মোঃ মনিরুজ্জামান, এনামুল হক, প্রধান শিক্ষক লতিকা বিশ্বাস, শিউলী রাণী গাইন, রিতা মিস্ত্রী, সহকারী শিক্ষক বিধান রায়, পল্লব বিশ্বাস,সাগর সেন প্রমুখ। এ সময় র্যালীতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন এবং চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।