নেত্রকোনার দুর্গাপুর সড়ক পরিবহন শ্রমিক শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় পৌর শহরের বিরিশিরিতে জেলা মটরযান ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার আয়োজনে শ্রমিকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দুর্গাপুর সড়ক পরিবহন শ্রমিক শাখাা সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মটরয়ান কর্মচারী ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা মটরয়ান কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক আদব আলী, জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি এ কে এম আজহারুল ইসমাল সহ জেলা জেলা মটরয়ান কর্মচারী ইউনিয়ন, দুর্গাপুর সড়ক পরিবহন শ্রমিক শাখার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত নেতারা বলেন, একটি মহল বাংলাাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন নামের একটি সংগঠনের নতুন শাখা খুলে আমাদের শ্রমিক ভাইদের মাঝে বিভ্রান্তি ছাড়াছে। যারা এই সংগঠনটি করেছেন তারা একসময় উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখারই সদস্য ছিলেন। তাই তাদের বলছি এখনো সময় আছে আপনাদের ভুল শিকার করুন। আমরা আপনাদের প্রাথমিক ক্ষমা করে দিবো। অন্যথায় আপনাদের সংগঠন পরিচালনা করাতো দূরের কথা এই দুর্গাপুরের মাটিতে আপনাদের সংগঠনের একটি সাইনবোর্ডও লাগাতে দিবো না।