দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় পড়ে একই পরিবারের চাচাতো ভাই রাফিন খন্দকার (৪) ও প্লাবন খন্দার (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ওই পানি নিষ্কাশনের দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী উপজেলার শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন বৃষ্টির পানিতে ভরে থাকা বড় ডোবায় পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত: শিশু রাফিন খন্দকার (৪) ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রামের রায়হান খন্দকারের ছেলে ও প্লাবন খন্দকার (৫) রায়হান খন্দকারের চাচাতো ভাই শিপন খন্দকারের ছেলে।
এদিকে বৃষ্টির জমে থাকা ডোবার পানি নিস্কাশনের দাবীতে বিক্ষোভ করেছেন গ্রামবাসীরা।
একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে সমবেদনা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম চৌধুরী ও শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভূঁইয়া উপস্থিত ছিলেন।
শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব এর সত্যতা নিশ্চিত করে জানান, শিবনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই পানির ডোবা। মঙ্গলবার সকালে রাফিন ও প্লাবন দুই শিশু বাড়ীর সামনে জমে থাকা বৃষ্টির পানিতে খেলা করছিল। খেলার এক ফাঁকে পরিবারের চোখ এড়িয়ে বৃষ্টির পানিতে ভরা ডোবায় পড়ে ডুবে যায়। এরপর পরিবারের সদস্যরা খোজা-খুজির সময় ওই দুই শিশুকে ডোবায় দেখতে পায়। তাদেরকে ডোবা থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত: ঘোষনা করেন।