গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানী ও বাড়ি-ঘরে হামলা করে মারপিট, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং সন্ত্রাসীদেও গ্রেফতারের দাবীতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশিতা আকতার সুমি। তিনি বলেন, গত ৭ আগস্ট রাত্রি আনুমানিক ১০টার সময় কোমরপুর চৌরাস্তা এলাকায় প্রতিপক্ষের হামলায় গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কছিম উদ্দিনের পুত্র এনতাজ আলী (৪৫) গুরুতর আহত হয় এবং গত ১৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রংপুরের একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। এই ঘটনাটিকে ব্যবহার করে এনতাজ আলীর আত্মীয়স্বজন প্রকৃত ঘটনা আড়াল করে আমার শ্বশুর বাড়ীর লোকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর পুলিশ আমার শ্বশুর আবদুল বাকী ও তাঁর বড় ভাই আবদুল মতিনকে গ্রেফতার করে। পরে আদালত থেকে জামিনে মুক্তিপান তাঁরা। কিন্তু বাদীপক্ষের লোকজন বিভিন্ন সময়ে নানাভাবে আমার পরিবারকে হুমকী দিয়ে আসছে। তাদের অত্যাচারে আমার পরিবারের লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না এবং তারা জমিতে কৃষি কাজও করতে পারছেন না। ফলে আমার শ্বশুর বাড়ীর লোকজন প্রাণভয়ে আমার বাবার বাড়ীতে আশ্রয় নিলে গত সোমবার রাতে তাঁর আমার বাবার বাড়ীতে হামলা চলিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তারা বাড়ীতে অবস্থানকারী লোকজনকে মারপিট করে। এতে আবদুল বাকী (৫৫) গুরুতর আহত হয়। তিনি বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি তাঁর পরিবারের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।