ঝিনাইদহের হরিণাকু-ুতে মীনা দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” প্রতিপাদ্যের উপর র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে অধ্যক্ষ শরিফুল ইসলাম, হরিণাকু-ু প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু, সহ-সভাপতি জাফিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার, মাহমুদ হাসান ও জেসমিন আরা উপস্থিত ছিলেন।