পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামে পানিতে ডুবে সারমিন সুলতানা মুক্তা (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, কেউন্দিয়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী সারমিন সুলতানা মুক্তা সোমবার দুপুর আড়াই টার দিকে বাড়ির পুকুরে যান। পা পিছলে পড়ে গেলে পানিতে তলিয়ে যান। এ সময় বাড়ির লোকজন উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু।