পিরোজপুরের কাউখালীতে চিরাপাড়া থেকে পুলিশ এক কেজি গাঁজাসহ গত সোমবার রাতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন তালুকদার উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মৃত কালাম তালুকদারের ছেলে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার পুলিশ অভিযান চালিয়ে চিরাপাড়া সুমনের বসত ঘরের সামনে থেকে ১কেজি গাঁজা সহ তাকে আটক করে।
কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন মাদক ব্যবসায়ী সুমন তালুকদার এর আগেও ৩পিচ ইয়াবা সহ গ্রেফতার হয়েছিল।
দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।