দেবহাটায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নাম আবদুল গফুর (৩০)। সে দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে। পুলিশ জানায়, দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার সাহার নিদের্শনা মোতাবেক থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-২৩/০৯/১৯ তারিখ এসআই (নিঃ) হেকমত আলী সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ০৯(নয়) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ আবদুল গফুরকে তার নিজ বাড়ী থেকে হাতেনাতে গ্রেফতার করেন। এই ব্যাপারে দেবহাটা থানায় এসআই হেকমত আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং- ২৩(০৯)/১৯। আসামীকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।