টঙ্গীতে একটি ওষুধ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বিসিক শিল্পনগরীর গোপালপুর এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার নির্মাণাধীন ভবনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আহসানুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. শাহাদাত হোসেন, টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
কারখানার নির্বাহী পরিচালক (লজিষ্টিক) মো. শহিদুল ইসলাম বাদল জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার নির্মাণাধীন ভবনে বিদ্যুতের লাইন সংযোগসহ নানা ধরনের কাজ চলছিল। বেলা সোয়া ১টার দিকে হঠাৎ নিচতলায় কারখানার গুদামঘরে আগুনের সূত্রপাত। মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে রক্ষিত এসি, এসির যন্ত্রাংশ, কাটুন ও ফয়েলস্ প্যাকে ছড়িয়ে পড়ে। এতে ধোঁয়ায় অফিসসহ চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তিনি অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক কবিরুল ইসলাম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।