রংপুরেরকেরানীপাড়াও কটকিপাড়া এলাকার বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত মই থেকে পিছলে পড়ে মারা গেছেন বিদ্যুৎ বিতরণ বিভাগ ২ এর লাইনম্যান ও মহানগর শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান ( ৫৭)। মঙ্গলবার দুপুরে নগরীর কটকীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী শাহাদত হোসেন। নিহত আবদুল মান্নান বদরগঞ্জের সন্তোষপুর গ্রামের বাসিন্দা ও ৩ সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, গতকাল বৈরি আবহাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল বিতরণ বিভাগ ২ এর কেরানীপাড়া ও কটকীপাড়া এলাকায়। এ সময় ট্রান্সফরমারের ফিউজ লাগাতে মই নিয়ে বিদ্যুতের খুটিতে উঠেন লাইনম্যান আবদুল মান্নান। ফিউজ লাগানোর একপর্যায়ে অসাবধনতাবশত ভিজা মই থেকে পা পিছলে নিচে পড়ে যান লাইনম্যান আবদুল মান্নান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যুর খবর জানাজানি হলে স্বজনরা হাসপাতালে ভীড় জমায়।
এ বিষয়ে নেসকো বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী শাহাদত হোসেন জানান, এসব দুর্ঘটনা খুবই দুঃকজনক ও হৃদয়বিদারক। আমরা জনমানুষের সেবা দিতে গিয়ে আমাদের দক্ষ লোকজন এভাবে দুর্ঘটনার শিকার হন।
জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, লাইনম্যান আবদুল মান্নান খুবই দক্ষ একজন মানুষ। নিজের কাজ ও সাংগঠনিক দুই দিকেই তার তুলনা হয় না। আমরা একজন ভাল মানুষ হারালাম।