দেবহাটার পল্লীতে বৈদ্যুতিক শর্ক সার্কিটে ২ ঘের শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে বৃষ্টির মধ্যে দেবহাটা উপজেলার হিরেরচক গ্রামের বিলের মধ্যে একটি ঘেরে কাজ করার সময় ঐ ২ শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে। ঐ ২ শ্রমিকের একজনের নাম নুরুল হক (৫৫) ও অন্যজনের নাম রাধারাম কুমার (৩৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত তদের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, নিহত ২ জনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভিতরে। কিন্তু তাদের ঠিকানা এখনো পাওয়া যায়নি। তিনি জানান, নিহত ২ জনের লাশ ময়না তদন্তের জন্য বুধবার সকালে সাতক্ষীরা মর্গে প্রেরন করা হবে।