‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় মিনা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় র্যালিটি।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম এর সভাপতিত্বে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, গিতা রানী, ফাহমিদা ইয়াসমিন, রিমু আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।