নীলফামারীর ডোমার উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আমীর হোসেন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মো: ময়নুল হক মনু, উপজেলা যুব লীগের আহ্বায়ক ও বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম রিমুন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
খেলায় হরিণচড়া বনাম মটকপুর, বোড়াগাড়ি বনাম পৌরসভা, সদর ইউনিয়ন বনাম বামুনিয়া দুইটি ছেলে ও দুইটি করে মেয়ের দলের মোট ১২টি খেলা হয়। আগামি ২৮ সেপ্টম্বর ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টেটি সম্পূর্ণ হবে।