স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোর সন্ত্রাসীরা মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। আহতদের উদ্ধার করে সোমবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে ওইদিন সন্ধ্যায় কিশোর সন্ত্রাসী পারভেজ ও সিয়ামের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা সদর উপজেলার পশ্চিম কর্ণকাঠি এলাকায় এ হামলা চালায়।
ওই গ্রামের বাসিন্দা রাশেদ হাওলাদার জানান, তার স্কুল পড়-য়া কন্যাকে একই এলাকার মনির হাওলাদারের বখাটে পুত্র পারভেজ ও তার সহযোগি সিয়াম দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল। গত দু’দিন পূর্বে স্কুলে যাওয়ার পথে তার মেয়েকে উত্যক্তে প্রতিবাদ করায় তার (রাশেদ) ওপর হামলা করে উল্লিখিত বখাটেরা। এ ঘটনায় পুলিশের কাছে যাওয়ার প্রস্তুতির খবর পেয়ে পারভেজ ও সিয়াম তাদের ১০/১৫জন সহযোগিকে নিয়ে সোমবার সন্ধ্যায় তাদের বাসায় হামলা চালায়। একপর্যায়ে তাকে (রাশেদ) মারধর শুরু করে। এ সময় তার স্ত্রী গোলেনুর বেগম ও কন্যা এগিয়ে আসলে বখাটেরা মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
বন্দর (সাহেবেরহাট) থানার ওসি ফয়সাল আহম্মেদ জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।