দেবহাটা রাজারবাগ জামে মসজিদের সীমানা প্রাচীরের উদ্বোধন করলেন জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আল ফেরদাউস আলফা। দেবহাটা রাজারবাগ জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে মসজিদটির সভাপতি ও সম্পাদকের আন্তরিক প্রচেষ্টায় ইতোমধ্যে মসজিদটির অনেক উন্নয়ন হয়েছে। তবে সীমানা প্রাচীর না থাকায় অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন মুসল্লিরা। বিষয়টি মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আল ফেরদাউস আলফা সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামের সাথে বললে জেলা পরিষদ চেয়ারম্যান মসজিদটির উন্নয়নের সীমানা প্রাচীর নির্মানে ১ লক্ষ টাকা বরাদ্দ দেন। সেই সীমানা প্রাচীর নির্মানের উদ্বোধন করেছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। এ সময় মসজিদটির সভাপতি সাবেক শিক্ষক দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক দেবহাটা বিবিএমপি সরকারী হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য যুবলীগ নেতা ফরহাদ হোসেন হীরা, মসজিদের সহ-সভাপতি ওয়াজেদ আলীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।