খুলনার পাইকগাছায় স্বামীর অমানুষিক নির্যাতনে এক সন্তানের জননী গৃহবধূ হাসিনা বেগম আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন গৃহবধূর অভিযোগ বিভিন্ন সময় অকারনে মাদকাসক্ত স্বামী লুৎফর সরদার তার উপর অত্যাচার-নির্যাতন করে আসছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামে।
উপজেলার লতা ইউনিয়নের সামাদ সরদারের মেয়ে এক সন্তানের জননী হাসিনা বেগম অভিযোগ করেন, স্বামী নিয়মত কোনো কাজ করে না, মাদক সেবন ও জুয়া খেলে (তাস) সময় কাটান। কারণে অকারনে তুচ্ছ ঘটনায় মারপিট করে। সর্বশেষ সোমবার রাতে ঈষার আযানের পর স্বামী লুৎফর বাহির থেকে বাড়ীতে ঢুকে নানা কারণে তর্কে জড়িয়ে পড়ে মারপিট শুরু করে। একপর্যায়ে শরীরের নানা স্থানে ও দু'পায়ের হাঁটুর নিচে অত্যাচার চালায়। দুঃখ জনক হলেও এ সময় কেহ এগিয়ে আসেনি। খবর পেয়ে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসিনার মা ছকিনা বেগম ও তার পরিবারের অভিযোগ ইতোপূর্বে এমন ঘটনায় জামাতা লুৎফর মুচেলিকা দিয়েছিল। মঙ্গলবার এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।