খুলনার পাইকগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। উপজেলার কপিলমুনি সোমবার সন্ধ্যায় সংঘর্ষে ইমরান বিশ্বাস (২৪), আমিরুল ইসলাম (২৬), আসিফ সরদার (২০), ইমরান মোল্লা (২৩), আকাশ মোড়ল (১৯), শেখ ইমরান হোসেন আকাশ (১৯) ও রায়হান হোসেন (১৮) আহত হয়েছে। বিকাল ৫ টার দিকে গোলযোগের সূত্রপাত হলেও সন্ধ্যা ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে গোটা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় কপিলমুনি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, সোমবার বিকাল ৫ টার দিকে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এ- কলেজ গেটের সামনের মেইন সড়কের উপর ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। যা নিয়ে পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয় কপিলমুনি সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে। কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান মোল্লা ও কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন বাবু বলেন, সৃষ্ট ঘটনায় আমাদের দলের ৪ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর গ্রুপের সাবেক ছাত্রনেতা রাসেল মোড়ল বলেন, সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের ছাত্র নেতাকর্মীদের উপর আকস্মিকভাবে হামলা চালিয়েছে। এতে করে ৩ জন গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে। তাদেরকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার্বিক ঘটনার বিবরণে কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সঞ্জয় দাশ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই।