জেলার কলমাকান্দা উপজেলায় কর্মরত আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি’র উদ্যোগে ৩০ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ ও ৩৬ দিন ব্যাপী বিভিন্ন কারিগরি বিভাগে প্রশিক্ষণ সমাপ্তির পর ২০ জন বেকার যুবক-যুবতী সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর মঙ্গলবার সকলের মধ্যে সেলাই মেশিন ও ইলেকট্রনিক্যাল টুলস বক্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা, প্রোগ্রাম কর্মকর্তা সুরেশ কুমার রায়, উজ্জ্বল রেমা ও সমল মানকিন প্রমুখ। উল্লেখ্য, হালুয়াঘাট কারিতাস টেকনিক্যাল স্কুলে কারিগরি প্রশিক্ষণ ও এপি মিলনায়তনে দর্জি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়।