নীলফামারীর ডোমার উপজেলায় গরিব মেধাবী ও প্রত্যন্ত এলাকা হতে নিয়মিত স্কুলে আসা ১৮ জন ছাত্রী বিনামূল্যে বাইসাইকেল পেল। সাইকেল পেয়ে বেজায় খুশি ছাত্রীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিবি’র অর্থায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের বাইসাইকেল প্রদান করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজার রহমান, পৌর আওয়ামী লীগের সম্পাদক মো: ময়নুল হক মনু, উপজেলা যুব লীগের আহ্বায়ক ও বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম রিমুন, একাডেমীক সুপারভাইজার সাপিউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী জয়ী আক্তার ও ৭ম শ্রেনীর হাদিয়া আক্তার আবেগ্লাতুপ্ত হয়ে জানান, আমারা প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দূর হতে পায়ে হেঁটে স্কুলে আসি। মাঝে মধ্যেই আমরা নির্দিষ্ট সময়ে স্কুলে উপস্থিত হতে পারি না। আজ আমরা সাইকেল পেলাম। এখন হতে আমরা সময় মতো স্কুলে যেতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, নারী শিক্ষা উন্নয়ন ও নারীদের সমান অধিকার বাস্তবায়নে সচেতনতা তৈরীর উদ্দেশ্যে গরিব মেধাধী ১৮ জন ছাত্রীকে বিনামূরে্য বাইসাইকেল প্রদান করা হয়েছে। আগামীতে আরো বেশী সংখ্যায় ছাত্রীদের বাইসাইকেল বিতরন করা হবে।