জাতীয় পার্টির একজন এমপি তার মালিকানাধীন লঞ্চ ব্যবসা পরিচালনার জন্য বিআইডব্লিউটি’র কতিপয় কর্মকর্তার মাধ্যমে প্রতারনার আশ্রয় নেয়ায় জেলার মুলাদী, বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলার কয়েক হাজার পরিবারের আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। একইসাথে সরকার কয়েক লাখ টাকার রাজস্ব হারাতে বসেছে। অসহায় পরিবারের সদস্যরা দ্রুত এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্রমতে, বিআইডব্লিউটিএ’র অনুমোদিত ও ইজারা দেয়া ঢাকাণ্ডবরিশাল ভায়া নন্দীরবাজারসহ ১১টি লঞ্চঘাটের পূর্বের নাম গোপন রেখে সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তা ব্যাপক অনিয়মের মাধ্যমে পাশ্ববর্তী এলাকার ছদ্মনাম ব্যবহার করে একই রুটে জাপার এমপি’র মালিকানাধীন কোম্পানির লঞ্চ চলাচলের জন্য নতুন করে ছদ্মনামের ১১টি লঞ্চঘাটের সময়সূচি অনুমোদন দিয়েছে। বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর মালিকানাধীন মেসার্স ফারহান নেভিগেশন ও মেসার্স আগরপুর নেভিগেশন কোম্পানিকে সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে সময়সূচি অনুমোদন দেয়ায় একই বিভাগের পূর্বের ইজারা দেয়া ১৮টি লঞ্চ ঘাটের ইজারাদারদের চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পথে বসার উপক্রম হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন থেকে পাঁচটি রুটে চলাচল করা বিভিন্ন কোম্পানির ১৮টি লঞ্চের মালিক ও শ্রমিক এবং সংশ্লিষ্ট লঞ্চঘাটের ব্যবসায়ী থেকে শুরু করে ঘাটের শ্রমিক মিলিয়ে কয়েক হাজার মানুষের একমাত্র আয়ের উৎস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে গত এক মাস ধরে চরম আর্থিক দৈন্যতার মধ্যে দিনাতিপাত করছেন ওইসব পরিবারের সদস্যরা।
সূত্রে আরও জানা গেছে, প্রতারনার মাধ্যমে ছদ্মনাম ব্যবহার করে অনুমতি দেয়া ওইসব লঞ্চঘাটের সময়সূচি বাতিল করা না হলে আগামি অর্থবছরে বিআইডব্লিউটিএ’র পূর্বের লঞ্চঘাটগুলো স্থানীয়রা ইজারা না নিলে বিপুল পরিমান রাজস্ব হারাবে সরকার। তাই পূর্বের লঞ্চঘাটগুলোর পাশ্ববর্তী এলাকায় ছদ্মনামের নতুন লঞ্চঘাটের সময়সূচি বাতিলের জন্য ক্ষতিগ্রস্থ ইজারাদাররা নৌ-মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবরে আবেদন করেও কোন সুফল না পেয়ে আইন-আদালতের আশ্রয় নেয়ার প্রস্তুতি নিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ঘাট মালিক ও ইজারাদারদের প্রতিনিধি মিয়ারচর লঞ্চ ঘাট মালিক সরদার মনিরুজ্জামান মনির অভিযোগ করে বলেন, ঢাকা থেকে বরিশাল ভায়া নন্দীরবাজার নৌপথে মেসার্স ডলার শিপিং লাইন্স ও মেসার্স ই-আলী শিপিং লাইন্স কোম্পানির সাথে বিআইডব্লি-উটিএ’র আদালতে মামলা চলমান রয়েছে। এ সুযোগে সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে বিআইডব্লি¬উটিএ কর্তৃক অনুমোদিত ঘাটের প্রকৃত নাম বাদ দিয়ে ছদ্মনাম ব্যবহার করে সংশ্লিষ্ট বিভাগের কতিপয় কর্মকর্তার যোগসাজসে জাপার এমপি গোলাম কিবরিয়া টিপু তার মালিকানাধীন কোম্পানির লঞ্চের সময়সূচি অনুমোদন করিয়ে বীরদর্পে লঞ্চ পরিচালনা করছেন।
এ ব্যাপারে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, বিআইডব্লি¬উটিএ’র সব নিয়ম মেনেই লঞ্চঘাটগুলো পরিচালনা করা হচ্ছে। এখানে কোনধরনের অনিয়ম কিংবা প্রভাব বিস্তারের ঘটনা ঘটেনি।