কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু কেড়ে নিল আরো এক গৃহবধুর তাজা প্রান। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন মেঘনাপাড়া গ্রামের আকমল মোল্লার স্ত্রী মোছাঃ আসমা খাতুন (২৪)। সোমবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি জানিয়েছেন, ১৯ সেপ্টম্বর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাকে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসায় কোন উন্নতি না হলে তার প্লাটিলেট ক্রমশঃ কমতে ছিল। সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দিকে ভয়াবহ আকার ধারন করেছে কুষ্টিয়ার ভেড়ামারার ডেঙ্গু পরিস্থিতি। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন জানিয়েছেন, ভেড়ামারা উপজেলায় এ পর্যন্ত ৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নতুন নতুন এলাকাতেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। কাজীহাটা, মসলেমপুর, মাধবপুর, মেঘনাপাড়া, নবগঙ্গা, পশ্চিমা এলাকাতে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশী। সচেতেনতা বৃদ্ধি, পরিষ্কার পরিচছন থাকা, স্বচ্ছ পানি জমতে না দেওয়া এবং সুস্থ জীবন যাপনে মশারী ব্যবহার করে ডেঙ্গুর বংশ বিস্তার রোধ করতে হবে।
এ দিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের মসলেম মালিথার স্ত্রী রওশন আরা নামের (৪৫), ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী মিনা খাতুন এবং পরানখালী গ্রামের মাসুদ আলম লিটনের পুত্র সাঈদ (১০), নবগঙ্গা গ্রামের জযনাল আলীর কন্যা জুথি মৃত্যু বরন করে।