সোমবার সন্ধ্যা ৯ টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট বাজারের ব্যবসায়ী উত্তম কুমার বসু(৪৫)কে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, উত্তম কুমারের বাড়ি যাওয়ার রাস্তা ফকিরহাটের কুন্ডুপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা তার পিঠের সাইডের দিকে একটি গুলির চিহ্ন আছে বলে জানায়। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ব্যবসায়ী উত্তম কুমার বসুকে কে বা কারা হত্যা করেছে এই রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন জেলা পুলিশ সুপার মহোদয়,ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ শাহানাজ পারভীন।