“মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মিনা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগের মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলা সদরে একটি র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচ,গান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।