কলমাকান্দায় মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় অধ্যায়নরত ১৫০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ টাকার এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি মানু মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ,শিক্ষক কামরুন নাহার, মিজানুর রহমান ও শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।