শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের আলোর মুখ দেখাতে। শিক্ষার্থীদের শেখাবেন যে, অবৈধ উপায়ে বিত্তশালী হওয়ায় কোন গৌরব নাই। কষ্টার্জিত উপার্জনের টাকায় যাপিত জীবনে গর্ব থাকে, গৌরব থাকে। শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রয়াত চেয়ারম্যান আজিজার মিঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম ও এইচ জাকারিয়া। অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, আগামি দিনের বাংলাদেশ হউক জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা। যেখানে ভবিষ্যত প্রজন্মের জন্য থাকবে সম্ভাবনার অপার দিগন্ত। কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, কর্মকর্তা ইনচার্জ হারুন-অর-রশিদ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম। আমন্ত্রিত অতিথি ছিলেন, সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন শাহ্, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. শরিফা আক্তার, সামজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ২০১৮ সালের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় সরকারি বৃত্তিপ্রাপ্ত ১২১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়। এ ছাড়া একজন নারীকে ১টি সেলাই মেশিন এবং স্বাক্ষরজ্ঞান দান কর্মসূচীতে অংশগ্রহণকারী ৭ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।