সাবেক রেসলার ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসন (রক) মেয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। মেয়ে জেসমিন লিয়ার সঙ্গে সেই মুহূর্তে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
রেসলিং তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসনের ইনস্টাগ্রামের ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট টেবিল-চেয়ার সেটে বসে আছেন তিনি। ছোট টিপট সেটও দেখা যাচ্ছে। ডোয়াইন জনসন কাপে চুমুক দিচ্ছেন। আর মেয়ে খুব ব্যস্ত পুরো ব্যাপারটার তদারকি নিয়ে।
সাবেক রেসলার ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসন (রক) মেয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। মেয়ে জেসমিন লিয়ার সঙ্গে সেই মুহূর্তে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
রেসলিং তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসনের ইনস্টাগ্রামের ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট টেবিল-চেয়ার সেটে বসে আছেন তিনি। ছোট টিপট সেটও দেখা যাচ্ছে। ডোয়াইন জনসন কাপে চুমুক দিচ্ছেন। আর মেয়ে খুব ব্যস্ত পুরো ব্যাপারটার তদারকি নিয়ে।