নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দুর্গাপুঁজা উপলক্ষে নেত্রকোনা ১ আসনের এমপি মানু মজুমদার এর ব্যক্তিগত উদ্দ্যেগে সহায়তা করেছেন নগদ অর্থ। সোমবার বিকেলে ৬১টি পুঁজা মন্ডপে ২ হাজার টাকা করে বিতরণ করেন।
বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলমাকান্দা উপজেলা আ.লীগের সভাপতি চন্দন বিশ^াস, দুর্গাপুর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সিনি: সহ:সভাপতি স্বপন সান্যাল, যুবলীগ সভাপতি আবদুল হান্নান সহ ৬১টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন, উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।