যশোরের শার্শা উপজেলার হাড়িখালী থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নাভারন-সাতক্ষীরা সড়কের হাড়িখালীর একটি আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
শার্শা থানার ওসি আতাউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে। তার নাক-মুখে রক্ত লেগে আছে। তিনি আত্মহত্যা করেছেন কিনা বা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কিনা পুলিশ সেটা নিশ্চিত করতে পারেনি। বিষয়টির তদন্ত করা হচ্ছে।