সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ও হাতুড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
দুপুর ১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেয়া হয়। এর আগে এসব ইউনিয়ন থেকে আহ্বায়ক কমিটির একাধিক প্যানেল জমা পড়ে।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক রিয়াছাৎ হায়দার টগর, যুগ্ম আহ্বায়ক জাহারুল ইসলাম, আলহাজ¦ মো: আবদুল মতিন ও এ,কে,এম, শফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরযুক্ত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির আহ্বায়কদের কাছে হস্তান্তর করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ মো: রবিউল আলম বুলেট প্রমুখ উপস্থিত ছিলেন।
রাইগাঁ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে রয়েছেন, আহ্বায়ক আলহাজ¦ মো: আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর রহমান ও জিল্লুর রহমান, সদস্য আলহাজ¦ মো: শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, বেলাল হোসেন, মাহতাব উদ্দিন, আবু সাঈদ, আলহাজ¦ মো: ফয়েজ উদ্দিন মজনু, ডা: হারুন অর রশীদ, আবুল হোসেন দুলাল, রেজাউল করিম রেজা, রেজাউল করিম রেজু, সানোয়ার হোসেন, খালেদা আকতার, রিপন হোসেন, আবদুল হামিদ, আমিনুল ইসলাম নান্টু, শাহীনুর ইসলাম, খাইরুল ইসলাম মন্টু, মাসুদ রানা, এরশাদ আলী ও মামুনুর রশীদ লিচু।
হাতুড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে রয়েছেন, আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তাবু ও আহসান হাবীব বাচ্চু, সদস্য লতিফুর রহমান, সাইদুর রহমান, এনামুল হক, আবদুল গফুর মাষ্টার, ওয়াহেদ বক্স, শাহজাহান আলী, আবুল কালাম আজাদ বাবু, আলহাজ¦ মো: বেলাল উদ্দিন মন্ডল, জিল্লুর রহমান, খাদেম আলী, তাসলিমা আকতার লিলি, আবদুল জলিল, আবুল বাসার বকুল ও হাসান আলী।