কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তি রামকৃষ্ণপুর ইউপির ভাগজোত এলাকায় সোমবার সকালে পদ্মায় অস্বাভাবিক ভাবে নদীর পানি বৃদ্ধির ফলে ডিঙ্গী নৌকা ডুবে রামকৃষ্ণপুরের ওয়াজ ফকিরের পুত্র শাকিল (১৭) এর মৃত্যু ঘটে। জানা গেছে সোমবার সকালে সোনাতলা গ্রামের রাজমিস্ত্রি কাজের জন্য মহসিন আলী (৩৫), মফিদুল (৩২) এবং ঠাকুরপাড়া গ্রামের ওয়াজ ফকিরের পুত্র শাকিল (১৭) একত্রে ডিঙ্গী নৌকায় চড়ে ভাগজোত গোদারঘাট এলায় আসার পথে পানির তোড়ে ডিঙ্গী নৌকাটি তলিয়ে যায় এলাকাবাসী ঘটনাস্থল নদী থেকে মহাসিন ও মফিদুলকে উদ্ধার করতে পারলেও শাকিল কে উদ্ধার করতে পারেনী। পরে বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরী তল্লাশী চালিয়ে ও ওই লাশ উদ্ধার হয়নি। এ দিকে গত কয়েক দিনে দৌলতপুরের পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে।