কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন যুবলীগের সভপতি ও ইউপি সদস্য মোশারফ হোসেনের নামে অজ্ঞাত মালিকের গরু জবাই করে দিনভর উৎসব ঘটনায় কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
উপজেলা যুবলীগের সভাপতি মো: হিরো মিয়া বলেন, যুবলীগ নেতা মোশারফ হোসেনকে নিয়ে এধরনের ঘটনা প্রকাশ হওয়ায় গাজীপুর জেলা যুবলীগের সভাপতি এস.এম আলতাব হোসেনের নির্দেশে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো: জসিম আহমেদের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ কমিটি অভিযোগের প্রমান পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।এলাকাবাসী সূত্রে জানা যায়, এক মাস পূর্বে উপজেলার মাঝুখান এলাকায় আবু তালেবের বাড়ীতে অজ্ঞাত কৃষকের একটি লাল রংয়ের গরু আসে। গরুটি বেশ কিছুদিন তারা লালন পালন করতে থাকেন। পরে আবু তালেবের বাড়ীর ভাড়াটিয়া রাজা মিয়া বেশ কিছুদিন গরুটি দেখা শোনা করেন, ভাড়াটিয়া রাজা মিয়া বাসা ছেড়ে দিয়ে একই এলাকার সোহাগের বাসা ভাড়া নেন। বৃহস্পতিবার ভোরে রাজা মিয়া কাউকে না জানিয়ে গরুটি তার নতুন বাসায় নিয়ে যায়। সকালে আবু তালেবের স্ত্রী গরু বের করার জন্য গেলে গাভীটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর এক পর্যায় জানতে পারে ওই ভাড়াটিয়া রাজা মিয়া তার গরুটি নিয়ে গেছে। আবু তালেব গরুটি আনতে গেলে রাজা মিয়ার বাসার মালিক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহাগ হোসেন তাকে ভয়ভীতি দেখিয়ে ফিরিয়ে দেন। পরে সকালে ওই এলাকার প্রভাবশালী ইউপি সদস্য ও মৌচাক ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশারফ হোসেনের নেতৃতে গরুটি জবাই করা হয় এবং মাংস দিয়ে খিচুরী রান্না করে তার সহযোগীদের নিয়ে দিনভর আনন্দ উল্লাসে মেতে উঠেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ হিরো মিয়া বলেন “ যুবলীগ নেতা মোশারফ হোসেনের নামে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে এবং প্রমান পেলে সাংগঠনিক ব্যব¯’া নেওয়া হবে”।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, বিষয়টি আমার জানা নাই,আমাকে কেউ অবগত করেনি।